পাপ যখন আপনাকে চারদিক থেকে ঘিরে ধরে

 


একটি পাপ যখন আপনাকে চারদিক থেকে ঘিরে ধরে

-------------------- * ------------------ আল্লাহ তায়ালা বলেন - بَلٰی مَنۡ کَسَبَ سَیِّئَۃً وَّ اَحَاطَتۡ بِہٖ خَطِیۡٓــَٔتُہٗ فَاُولٰٓئِکَ اَصۡحٰبُ النَّارِ ۚ ہُمۡ فِیۡہَا خٰلِدُوۡنَ - "তবে হাঁ, যারা পাপ কাজ করে এবং যাদের পাপরাশি তাদেরকে ঘিরে ফেলে তারাই জাহান্নামী, সেখানে তারা চিরকাল থাকবে। " (২:৮১) এখানে আল্লাহ سَیِّئَۃً একবচন ব্যবহার করেছেন। অর্থাৎ একটি পাপ যাদের ঘিরে ফেলে। যারা একই পাপ বার বার বার করতে থাকে এবং যা থেকে বের হয়ে আসে না। কেউ একজন হয়তো চুরি করায় আসক্ত। সে এই অভ্যাস ছাড়তে পারে না। তার অনুশোচনা হয়, কাজটি ছেড়ে দেওয়ার চেষ্টা করে, ফিরে আসার চেষ্টায় নিয়োজিত থাকে। আরেকজনের হয়তো মদ পানের অভ্যাস রয়েছে। মদ পান ছাড়া সহজ ব্যাপার নয়। সে ডাক্তারের কাছে যায়, থেরাপি নেয়, বিভিন্নভাবে এই আসক্তি থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। এখানে 'পাপরাশি তাদেরকে ঘিরে ফেলে' মানে তারা যে শুধু এই ভুলটি করছে তা নয়..... মানুষ বেশিদিন অনুশোচনা অনুভব করতে চায় না। অনুশোচনা এমন একটি ব্যাপার যা নিয়ে মানুষ বেশিদিন জীবন যাপন করতে চায় না। তারপর একসময় মুখ ঘুরিয়ে বলা শুরু করে: "আমি মদ পান নিয়ে আর লজ্জিত হতে চাই না। তাই আমি পাল্টা প্রশ্ন করবো - মদ পান করলে কী হয়েছে? এতে তেমন কী আর হয়? হ্যাঁ, আমি মদ খাই, কিন্তু এতে তো আর দুনিয়া ধ্বংস হয়ে যায়নি। হ্যাঁ, আমি জানি এটা খারাপ, কিন্তু এটাকে আসলে যতটা খারাপ মনে করা হয় এটা তত খারাপ নয়।" তারপর তারা আরো এগিয়ে যায় - "এটা এতো খারাপ নয়, মদের অনেক স্বাস্থ্যগত উপকারিতা রয়েছে।" তারপর আরো অগ্রসর হয়ে বলতে শুরু করে - "আমাদেরকে কেন প্রাচীন এই বইয়ের নিয়মকানুন মানতে হবে। এই বই তো আমাদের সময়ের জন্য নয়। মদ পান করা দোষের কিছু নয়। আমি তো আর এডিক্ট না। আমার এর উপর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।" এরপর আরো এগিয়ে যায় এবং বলতে শুরু করে - "কার দরকার ইসলামিক শরিয়ার? সব ধর্মই মানুষের বানানো।" এভাবে একের পর এক ক্রমান্বয়ে সে ইসলাম থেকে দূরে সরে পড়ে। আর এইসব কিছু ঘটেছে মাত্র একটি পাপের কারণে- মদ পান (অথবা অন্য কোনো আসক্তি)। সে মদ পান ছাড়তে পারে না, তাই সে ইসলামকেই ছেড়ে দেয়। ধীরে ধীরে সে গোটা ধর্মটাকেই পরিত্যাগ করে, কারণ সে একটি পাপ ছাড়ে না। বহু মানুষের ক্ষেত্রে দেখা গেছে তারা ইসলামকে সন্দেহ করতে শুরু করে কারণ কোনো একটা পাপে তারা আসক্ত। তারা একটি পাপ করতে থাকে আর যা তাদেরকে চারদিক থেকে ঘিরে ধরে। তারা আল্লাহকে, গোটা ধর্মকে ছেড়ে দিতে রাজি কিন্তু পাপ কাজটি পরিত্যাগ করতে রাজি নয়। এই আয়াতে এদের সম্পর্কে বলা হয়েছে। فَاُولٰٓئِکَ اَصۡحٰبُ النَّارِ ۚ ہُمۡ فِیۡہَا خٰلِدُوۡنَ "তারাই জাহান্নামী, সেখানে তারা চিরকাল থাকবে।" - নোমান আলী খানের আলোচনা অবলম্বনে। - মূল ইংরেজি আলোচনা: 27. Al-Baqarah (Ayah 79-83) - A Deeper Look - bayyinah.tv

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সহজ দশটি(১০)টি জিকির!

❝সূরা হুজুরাত❞

নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে