'তাতাজাফা'

 


সূরা আস-সেজদার ১৬তম আয়াতে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা মুমিনদের একটি গুণ বর্ণনা করতে গিয়ে বলেন, تَتَجَافٰی جُنُوۡبُهُمۡ عَنِ الۡمَضَاجِعِ یَدۡعُوۡنَ رَبَّهُمۡ خَوۡفًا وَّ طَمَعًا ۫ وَّ مِمَّا رَزَقۡنٰهُمۡ یُنۡفِقُوۡنَ - "তারা তাদের (দেহের) পার্শ্বগুলো বিছানা থেকে আলাদা করে (জাহান্নামের) ভীতি ও (জান্নাতের) আশা নিয়ে তাদের প্রতিপালককে ডাকে, আর আমি তাদেরকে যে রিযক দিয়েছি তাত্থেকে (আল্লাহর পথে) ব্যয় করে।"

'তাতাজাফা' এসেছে 'জাফু' থেকে। আর 'জাফু' অর্থ, এক স্থানে শান্ত হয়ে অবস্থান না করা। মানে--আপনি স্থান পরিবর্তন করেন কারণ অস্থির ফিল করছেন। বিশ্রাম নিতে পারছেন না। যেমন, বিছানায় শুয়ে বার বার এদিক ওদিক পার্শ্ব পরিবর্তন করা। تَتَجَافٰی جُنُوۡبُهُمۡ তাদের (দেহের) পার্শ্বগুলো সদা অস্থির। عَنِ الۡمَضَاجِعِ --বিছানা থেকে আলাদা হয়ে। তারা ঘুমাতে পারছে না। চিত্তটা তাদের অস্থির। ধরুন, কারো সন্তান বিদেশ থাকে। তারা খবর পেল সে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তখন তার পিতা-মাতার কী অবস্থা হবে? তারা বার বার ফোন করে খবর নিচ্ছেন। কিছু আপডেট তারা জানলেন। তবু রাতে কি তারা ঘুমাতে পারেন? তার মা বিছানায় শুয়ে আছেন এবং বার বার পার্শ্ব পরিবর্তন করছেন কিন্তু ঘুম আসছে না। তার অন্তরটা আজ দারুণ অস্থির। তখন দুটি বিষয় ঘটে। একদিকে, তার অন্তরে থাকে প্রচণ্ড ভয় আর অন্যদিকে থাকে শক্তিশালী একটি আশা যে, আল্লাহ ছেলেটাকে সুস্থ করে দিবেন। এখন আয়াতটির দিকে লক্ষ্য করুন, تَتَجَافٰی جُنُوۡبُهُمۡ عَنِ الۡمَضَاجِعِ -- তারা বিছানা থেকে আলাদা হয়ে বার বার এদিক ওদিক পার্শ্ব পরিবর্তন করে। یَدۡعُوۡنَ رَبَّهُمۡ -- তাদের প্রতিপালককে ডাকে خَوۡفًا وَّ طَمَعًا - ভয় ও আশা নিয়ে। তারা ভয় এবং আশা নিয়ে আল্লাহর নিকট দোআ করে। এই চিত্রটি কেবল তখনি দেখা যায় যখন কেউ বড় কোনো বিপদে পড়ে। আল্লাহ বলছেন এ চিত্রটি তার যে সত্যিকার অর্থে আখিরাতে বিশ্বাস করে। তাদের ঈমান যখন ইয়াকীনের (দৃঢ় বিশ্বাস) পর্যায়ে পৌঁছে যায় তখন তারা এ ধরণের অস্থিরতা অনুভব করে। রাতের বেলা তারা আখিরাত নিয়ে এতোটাই উদ্বিগ্ন হয়ে পড়ে। এ বুঝি তা এসে পড়লো। এ বুঝি আমার হিসেব নিকেশ শুরু হয়ে গেলো। এরপর তারা পরিপূর্ণ ভয় এবং পরিপূর্ণ আশা নিয়ে নামাজে দাঁড়িয়ে যায়, কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোআ করতে থাকে। -- নোমান আলী খানের আলোচনা অবলম্বনে

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সহজ দশটি(১০)টি জিকির!

❝সূরা হুজুরাত❞

নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে