তিনি রব

 


তিনি রব,

যিনি দৃষ্টির অগোচরে, যাকে কল্পনা করা যায় না, যিনি বর্ণনাতীত, জাগতিক ঘটনায় যিনি বিচলিত হন না, সময়ের পরিবর্তন যার অস্তিত্বকে স্পর্শ করতে পারে না, যিনি পাহাড়ের পরিমাপ ও সাগরের গভীরতা জানেন, আরও জানেন অগণিত বৃষ্টির ফোঁটা ও গাছের পাতার পরিমাণ এবং সে সমস্ত কিছু যা দ্বারা রাত অন্ধকারে ঢেকে যায় আর দিন আলোকিত হয়ে ওঠে, আকাশ যার দৃষ্টি থেকে আড়ালে না, পৃথিবীর কোনো জায়গা যার কাছে লুকায়িত না, যিনি সাগরের গভীরতা জানেন, যার সামনে সমগ্র পাহাড়-পর্বত উন্মুক্ত। আমার জীবনের শেষ মুহূর্তকে ও শেষ মুহূর্তের আমলকে শ্রেষ্ঠতম বানিয়ে দিন আর সেইদিনকে আমার শ্রেষ্ঠতম দিন বানিয়ে দিন, যেদিন আপনার সাথে দেখা হবে। সূত্র: মুহাম্মদ ইউসুফ খান্ডালভির হায়াতাস সাহাবাহ

Comments

Popular posts from this blog

সহজ দশটি(১০)টি জিকির!

❝সূরা হুজুরাত❞

নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে