গোটা সীরাহই একের পর এক দুর্যোগের মোকাবেলায় একের পর এক কৌশল গ্রহণের ঘটনায় সমৃদ্ধ। এই দুর্দশা এবং সমস্যাগুলো সমাধানে আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন। আপনার যদি কাজ না থাকে, কাজের সন্ধানে নেমে পড়ুন, কাজ খুঁজতে থাকুন, নতুন দক্ষতা অর্জন করুন। ঘরে বসে থেকে একথা বলতে পারবেন না যে, “আমার তো কোনো কাজ নেই। আমি তো কিছুই করতে পারছি না”। সীরাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে, প্রচেষ্টা চালিয়ে যান। প্লান-এ দিয়ে চেষ্টা করুন। এটা কাজ করছে না ? প্লান-বি দিয়ে চেষ্টা করুন। এটাও কাজ করছে না ? প্লান-সি দিয়ে চেষ্টা করুন।
আর জেনে রাখুন, এভাবে সবগুলো দরজায় করাঘাত করতে থাকলে আল্লাহ তখন নতুন একটি দরজা উন্মুক্ত করে দিবেন। আপনি হয়তো এখনো এতে কড়া নাড়েননি। আল্লাহই সেই দরজা উন্মুক্ত করে দিবেন, কারণ আপনি অন্য সকল দরজায় কড়া নেড়েছেন। ঘরে বসে থাকলে সেটা ঘটবে না।
এই বিষয়ে উদাহরণ দেয়ার মতো সময় নেই। কিন্তু এই মূলনীতিটি জেনে রাখুন। আর গোটা সীরাহই এ ধরনের উদাহরণে পরিপূর্ণ। কখনো হাল ছেড়ে দিবেন না। কখনোই কোনো দুর্দশাকে সুযোগ দিবেন না যাতে এটা আপনার কর্মপ্রচেষ্টাকে থামিয়ে দিতে পারে। সামনে এগিয়ে যাবার জন্য আপনার অবশ্যই নিজেকে বল প্রয়োগ করতে হবে। আপনাকে অবশ্যই জীবনের পরবর্তী ধাপে অগ্রসর হতে হবে। আর যদি কোনো বিষয়ের সমাধান করার সক্ষমতা থাকে, আপনাকে এটা সমাধানের চেষ্টা করতে হবে। আপনাকে এটা সমাধানের চেষ্টা চালিয়ে যেতে হবে এবং কখনোই হাল ছেড়ে দিবেন না, যতক্ষণ পর্যন্ত না আপনার রবের সক্ষাত লাভ করেন। কারণ এই প্রচেষ্টার মাঝে, এই সংগ্রামের মাঝেই বিচার দিবসে আপনার মুক্তি নিহিত।
সীরাহ আমাদের শিক্ষা দেয়, আপনি কখনোই কখনোই হাল ছেড়ে দিবেন না। সর্বদা আপনার সাহস, দৃঢ় সংকল্প এবং প্রেরণা অব্যাহত থাকতে হবে। আপনি অবিরত সমস্যা সমাধান করতে থাকবেন— প্লান এ, প্লান বি, প্লান সি, প্লান ডি, যতক্ষণ পর্যন্ত না সমস্যা শেষ হয়ে যাবে, অথবা আপনি আপনার প্রভুর সাথে সাক্ষাত করবেন। وَاعْبُدْ رَبَّكَ حَتَّىٰ يَأْتِيَكَ الْيَقِينُ - ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকার ইয়াক্বিন। এক্ষেত্রে থেমে যাবার সুযোগ নেই। আর এটা ইমানদার এবং কাফেরের মধ্যে পার্থক্যগুলোর একটি। একজন ইমানদার কখনোই হাল ছেড়ে দেয় না। একজন ইমানদার প্রতিনিয়ত চেষ্টা করে, এরপর আবার চেষ্টা করে, আবারো চেষ্টা করে। থেমে যাওয়া সে কখনো মেনে নিতে পারে না।
—ডক্টর ইয়াসির কাদি
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন