ফিলিস্তিনি ভাই-বোনদের জন্য দোয়া
ও আল্লাহ! আমরা আপনার নিকট দোয়া করছি, আপনি আমাদের ফিলিস্তিনি ভাই-বোনদের জন্য সহায় হোন। ও আল্লাহ! আমরা আপনার নিকট দোয়া করছি, আপনি আমাদের ফিলিস্তিনি ভাই-বোনদের জন্য সহায় হোন। ও আল্লাহ! আমরা আপনার নিকট দোয়া করছি, আপনি আমাদের ফিলিস্তিনি ভাই-বোনদের জন্য সহায় হোন। ও আল্লাহ! আমরা আপনার নিকট দোয়া করছি, আপনি তাদেরকে সম্মানিত করুন। ও আল্লাহ! আমরা আপনার নিকট দোয়া করছি, আপনি তাদের মর্যাদা উন্নত করুন। ও আল্লাহ! আমরা আপনার নিকট দোয়া করছি, আপনি তাদের প্রতি দয়া প্রদর্শন করুন। ও আল্লাহ! আমরা আপনার নিকট দোয়া করছি, আপনি তাদের ভয় প্রশমিত করুন। ও আল্লাহ! আমরা আপনার নিকট দোয়া করছি, আপনি তাদের অসুস্থদের সুস্থ করে দিন। ও আল্লাহ! আমরা আপনার নিকট দোয়া করছি, আপনি তাদের আহতদের আরোগ্য দান করুন। ও আল্লাহ! আমরা আপনার নিকট দোয়া করছি, আপনি তাদের মৃতদের গ্রহণ করে নিন। ও আল্লাহ! আমরা আপনার নিকট দোয়া করছি, আপনি তাদের উপর আপনার রহমতের বারিধারা বর্ষণ করুন। ও আল্লাহ! আমরা আপনার নিকট দোয়া করছি, আপনি তাদেরকে দৃঢ়তা দান করুন। ও আল্লাহ! আমরা আপনার নিকট দোয়া করছি, আপনি আমাদেরকে দিয়ে তাদের প্রশান্তি দান করুন। ও আল্লাহ! আমরা আপনার নিকট দোয়া করছি, আপনি তাদেরকে দৃঢ়পদ রাখুন। ইয়া আল্লাহ! যেহেতু সমগ্র পৃথিবীবাসি তাদেরকে পরিত্যাগ করেছে, যেহেতু তাদের মুসলিম ভাই-বোনেরা তাদের দিকে পৃষ্ঠপ্রদর্শন করেছে, ও আল্লাহ! আমরা যেন ওদের মত না হই। ও আল্লাহ! আমরা যেন তাদের মত না হই যারা ফিলিস্তিনিদের পরিত্যাগ করেছে। ইয়া আল্লাহ! তাদের পানি, খাদ্য, ইলেক্ট্রিসিটি বন্ধ করে দেওয়া হয়েছে। সকল মৌলিক প্রয়োজন পূরণ করা থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে। ইয়া আল্লাহ! আপনার স্বর্গীয় মিরাকল তাদের উপর বর্ষণ করুন। যা তাদের উপকারে আসবে, ইয়া আল্লাহ! ইয়া রাব্বাল আলামিন! আপনার অলৌকিক সাহায্য দিয়ে তাদের এ অভাবগুলো পূরণ করে দিন। ইয়া আল্লাহ! আমাদেরকে এবং তাদেরকে আপনার মিরাকল দেখান। ইয়া আল্লাহ! আমাদেরকে এবং তাদেরকে আপনার মিরাকল দেখান। ইয়া আল্লাহ! আমাদেরকে এবং তাদেরকে আপনার মিরাকল দেখান। ইয়া আল্লাহ! প্রতিজন বাবা-মা যাদেরকে তাদের কলিজার টুকরা সন্তানদেরকে ধ্বংসস্তূপ খুঁড়ে বের করে আনতে হয়েছে, ইয়া আল্লাহ! জান্নাতে তাদেরকে একত্রিত করে দিন। যেন তারা এই দুনিয়ার কষ্টের কথা ভুলে যায়। ইয়া আল্লাহ! প্রতিজন বাবা-মা যাদেরকে তাদের কলিজার টুকরা সন্তানদেরকে ধ্বংসস্তূপ খুঁড়ে বের করে আনতে হয়েছে, ইয়া আল্লাহ! জান্নাতে তাদেরকে একত্রিত করে দিন। যেন তারা এই দুনিয়ার কষ্টের কথা ভুলে যায়। ইয়া আল্লাহ! আধিপত্যবাদী শক্তির আন্ডারে তাদের কাটানো প্রতিটি সেকেন্ডের জন্য তাদেরকে জান্নাত দিয়ে পুরস্কৃত করুন। ইয়া রাব্বাল আলামিন! আধিপত্যবাদী শক্তির আন্ডারে তাদের কাটানো প্রতিটি সেকেন্ডের জন্য তাদেরকে জান্নাত দিয়ে পুরস্কৃত করুন। ইয়া জাব্বার! ইয়া জাব্বার! ইয়া জাব্বার! তারা এমন এক শত্রুর কবলে যারা উদ্ধত-অহংকারী, তারা এমন এক শত্রুর কবলে যারা গনহত্যাকারী, তারা এমন এক শত্রুর কবলে যারা মনে করে সমগ্র বিশ্বের সকল ক্ষমতা তাদের হাতে; ইয়া আল্লাহ! তাদেরকে তাদের উদ্ধত-অহংকারী শত্রুর বিরুদ্ধে বিজয় দান করুন। ইয়া আল্লাহ! তাদেরকে তাদের দাম্ভিক শত্রুর বিরুদ্ধে বিজয় দান করুন। ইয়া আল্লাহ! তাদেরকে তাদের রূক্ষস্বভাব শত্রুর বিরুদ্ধে বিজয় দান করুন। ইয়া আল্লাহ! অত্যাচারীর ষড়যন্ত্র নস্যাৎ করে দিন। ইয়া আল্লাহ! অত্যাচারীর পরিকল্পনা নস্যাৎ করে দিন। ইয়া আল্লাহ! অত্যাচারীর দুরভিসন্ধি নস্যাৎ করে দিন। ইয়া আল্লাহ! তাদের ষড়যন্ত্র যেন তাদেরকেই ধরাশায়ী করে। ইয়া আল্লাহ! তাদের ষড়যন্ত্র যেন তাদেরকেই বিপর্যয়ে ফেলে। ইয়া আল্লাহ! তাদের ষড়যন্ত্র যেন তাদেরই ক্ষতি করে। ইয়া আল্লাহ! নির্দোষ নিরপরাধ মানুষদের রক্ষা করুন। ইয়া আল্লাহ! শিশুদের রক্ষা করুন। ইয়া আল্লাহ! নারীদের রক্ষা করুন। ইয়া আল্লাহ! তাদেরকে তাদের শত্রুদের উপর আপনার ক্ষমতা দেখতে দিন। ইয়া আল্লাহ! ইয়া আল্লাহ! ইয়া আল্লাহ! আমরা আপনার নিকট দোয়া করছি, আপনি আমাদের ফিলিস্তিনি ভাই-বোনদের মর্যাদা উন্নত করে দিন। ইয়া আল্লাহ! আমরা আপনার নিকট দোয়া করছি, আপনি আমাদের ফিলিস্তিনি ভাই-বোনদের এমন সামর্থ্য দান করুন যেন তারা আল-আকসা শত্রুমুক্ত করতে পারে। ইয়া আল্লাহ! আমরা আপনার নিকট দোয়া করছি, দয়া করে আল-আকসা মুক্ত করে দিন। ইয়া আল্লাহ! আমরা আপনার নিকট দোয়া করছি যেন তারা তাদের ঘর-বাড়িতে ফেরত আসতে পারে। ইয়া আল্লাহ! আমাদেরকেও স্বাধীন আল-আকসায় যাওয়ার সামর্থ্য দান করুন। ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ! যে স্থান থেকে আপনি আপনার রাসূলকে মিরাজে নিয়েছেন, ইয়া আল্লাহ! যে স্থানে আপনি সকল নবী-রাসূলদের একত্রিত করেছেন, ইয়া রাব্বাল আলামিন! আমাদেরকেও আল-আকসায় একত্রিত করুন। ইয়া আল্লাহ! আমাদেরকেও আল-আকসায় নামাজ পড়ার সামর্থ্য দান করুন। যেভাবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজ আদায় করেছেন। ইয়া রাব্বাল আলামিন! আল-আকসাকে মুক্ত করে দিন, স্বাধীন করে দিন। ইয়া আল্লাহ! অতীতে আপনি অসংখ্যবার দেখিয়েছেন যে, ছোট্ট একটি নির্যাতিত দল মহাক্ষমতাধর শক্তির উপর বিজয় লাভ করেছে; ইয়া আল্লাহ! আমাদের ভাইবোনদের বিজয় দান করুন। ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ! তাদেরকে হানাদার বাহিনীর কবল থেকে স্বাধীন করে দিন। ইয়া রাব্বাল আলামিন! তাদেরকে দখলদার বাহিনীর কবল থেকে মুক্ত করে দিন। ইয়া রাব্বাল আলামিন! তাদেরকে অকুপেশন থেকে আজাদ করে দিন। ইয়া রাব্বাল আলামিন! আমাদের জীবদ্দশায় আমাদেরকে স্বাধীন মসজিদে আকসা দেখার সুযোগ দান করুন। ইয়া আল্লাহ! আমাদের জীবদ্দশাতেই মসজিদে আকসাকে মুক্ত করে দিন। ইয়া আল্লাহ! আমাদের মুসলিম ভাইবোনদের জন্য আমাদেরকে একত্রিত করে দিন। ইয়া আল্লাহ! আমাদের মুসলিম ভাইবোনদের জন্য আমাদেরকে একতা দান করুন। ইয়া আল্লাহ! আমাদের মুসলিম ভাইবোনদের জন্য আমাদেরকে ঐক্য দান করুন। ইয়া আল্লাহ! এই বর্বরতায় যারাই প্রাণ হারিয়েছেন ইয়া আল্লাহ! আমরা দোয়া করছি আপনি তাদের সবাইকে শহীদ হিসবে কবুল করে নিন। ইয়া আল্লাহ! আপনি যত শিশুকে এই দুনিয়াতে এনেছেন যারা জীবনে কখনো শান্তি দেখেনি, যারা গাজার বাইরের পৃথিবী দেখেনি, ইয়া আল্লাহ! যারা দুনিয়ার এই জেলখানা থেকে কখনো বের হতে পারেনি, আপনার এই সুন্দর দুনিয়া দেখতে পায়নি, ইয়া আল্লাহ! তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুন। ইয়া আল্লাহ! তাদেরকে ফিরদাউস দান করুন। এবং ইয়া আল্লাহ! তাদের পিতামাতাদেরকেও জান্নাতুল ফিরদাউস দান করুন। এবং ইয়া আল্লাহ! তাদের দাদা-দাদিদেরকেও জান্নাতুল ফিরদাউস দান করুন। ইয়া আল্লাহ! ইয়া আল্লাহ! ইয়া আল্লাহ! আমরা এমনসব ছবি এবং ভিডিও দেখেছি যা আমাদের হৃদয়ে স্থায়ী ক্ষত রেখে গেছে, ইয়া আল্লাহ! আমরা আবারো আপনার উপর আমাদের বিশ্বাসের নবায়ন করলাম। ইয়া রাব্বাল আলামিন! তাদেরকে জান্নাতে মেহমান বানিয়ে নিন। ইয়া রাব্বাল আলামিন! তাদের দুঃখ কষ্টগুলোকে সুখ এবং আনন্দ দিয়ে পূর্ণ করে দিন। ইয়া রাব্বাল আলামিন! তারা দুনিয়াতে যে নিষ্ঠুরতার সম্মুখীন হয়েছে, দ্রুত তাদের কষ্টগুলো দূর করে দিন। ইয়া আল্লাহ! তাদেরকে চিরস্থায়ী সুখ দান করুন। ইয়া রাব্বাল আলামিন! ইয়া আল্লাহ! ইয়া আল্লাহ! ইয়া আল্লাহ! দ্বিধা দ্বন্দ্বের সময়ে, কঠোরতার সময়ে, আমরা জানি ফিতনা মানুষকে মানসিকভাবে ভেঙ্গে দিতে পারে। ইয়া আল্লাহ! আমরা আপনার নিকট দোয়া করছি এই সময়ে আমাদেরকে আপনার দ্বীনের উপর অটুট রাখুন। আমাদেরকে দৃঢ়পদ রাখুন। ইয়া আল্লাহ! আমাদেরকে এবং আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের এমন সময়ে মৃত্যু দান করুন যখন আপনি আমাদের উপর সন্তুষ্ট থাকবেন। ইয়া আল্লাহ! আমরা জানি আপনি আমাদের দোয়া শ্রবণ করেন। আমরা আরও জানি আপনি আন্তরিক দোয়া কবুল করে থাকেন। ইয়া আল্লাহ! এই দোয়াটিকে আন্তরিক বানিয়ে দিন। ইয়া রাব্বাল আলামিন! এই দোয়ার মাধ্যমে আপনি আমাদের ভাই-বোনদের দুঃখ-দুর্দশা দূর করে দিন। ইয়া আল্লাহ! আমরা এই দোয়া আপনার নিকট প্রেরণ করছি এটা জেনে যে, আপনিই তাদের ব্যাপারগুলোর নিয়ন্ত্রক। ইয়া রাব্বাল আলামিন! আমাদের ব্যাপারগুলো আমাদের হাতে ছেড়ে দিবেন না। ইয়া রাব্বাল আলামিন! তাদের ব্যাপারগুলোও তাদের হাতে ছেড়ে দিবেন না। এক পলকের জন্যেও না। ইয়া রাব্বাল আলামিন! ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম! বিরাহমাতিকা নাস্তাগিইস। ইয়া আল্লাহ! উম্মতে মুহাম্মাদের উপর রহম করুন। ইয়া আল্লাহ! উম্মতে মুহাম্মাদের উপর রহম করুন। ইয়া আল্লাহ! উম্মতে মুহাম্মাদের উপর রহম করুন। --ড. ওমর সুলেইমান
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন