শেষ বিচারের দিন আপনি একা


 নিজের পরীক্ষার উপর ফোকাস করুন

----------------- * ----------------- শেষ বিচারের দিন আপনি একা একা বিচারের সম্মুখীন হবেন। দুনিয়াতে আপনাকে যে সমস্ত উপায় উপকরণ প্রদান করা হয়েছে, যেসমস্ত নেয়ামতরাজি প্রদান করা হয়েছে, যে পরিবেশ পরিস্থিতি প্রদান করা হয়েছে তার আলোকে আপনার বিচার হবে। এগুলোর আলোকে আপনি কি কি নেক আমল করেছেন, সম্ভাব্য যে নেক আমলগুলো আপনার দ্বারা করা সম্ভব ছিল তার কতটুকু আপনি করেছেন। তাই অন্যদের ব্যাপারে আপনি কিভাবে অভিযোগ করবেন যখন আপনার রেজাল্টের সাথে অন্যদের কোন সম্পর্ক নেই। আমরা এখন এমন এক যুগে বাস করছি যখন সমগ্র দুনিয়ার সকল তথ্য আমাদের আঙ্গুলের আগায়। দুনিয়ার যে কোন প্রান্তের ঘটে যাওয়া ঘটনাগুলো আমরা মুহূর্তের মাঝেই জেনে যাচ্ছি। ফলে অনেক বেশি অর্থহীন তথ্য বা আমার নিজ জীবনের সাথে সম্পর্কহীন তথ্য আমরা জানছি। আর এগুলোতে আমাদের প্রচুর সময় ব্যয় হচ্ছে। মহা মূল্যবান সময়গুলো, যেগুলো দিয়ে আমি আমার পরকাল গড়ার কথা। তাই নিজের পরীক্ষার উপর ফোকাস করুন। আমাকে আল্লাহ কি কি উপায় উপকরণ দিয়েছেন? আমার পক্ষে কোন কোন ভাল কাজ করা সম্ভব? আমি আমার পর জীবনের জন্য আজকে কি কি পাঠাতে পারি? এগুলোর উপর ফোকাস করুন। কারণ অন্যদের পরীক্ষা নিয়ে আপনি জিজ্ঞাসিত হবেন না, আপনি আপনার পরীক্ষার আলোকে জিজ্ঞাসিত হবেন। জান্নাতের অনেকগুলো স্তর রয়েছে। কেন সর্বনিম্ন স্তরে যেতে চাইবেন। আপনি যদি আপনার নিজস্ব পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেতে পারেন তাহলে সর্বোচ্চ জান্নাত অর্জন করতে পারবেন। প্রত্যেকটি মানুষের পরীক্ষা ইউনিক, যদি সে তার পরিবেশ পরিস্থিতির আলোকে সর্বোচ্চ নেক আমল করতে পারে তাহলে তার পক্ষে জান্নাতুল ফেরদাউসে যাওয়া সম্ভব। এখানে অন্য কেউ আপনার প্রতিযোগী নয়, আপনি আপনার প্রতিযোগী।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সহজ দশটি(১০)টি জিকির!

❝সূরা হুজুরাত❞

নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে