'আল ফাত্তাহ।'
আল্লাহর একটি নাম হলো 'আল ফাত্তাহ।' এর অর্থ সর্বোত্তম ফয়সালাকারী। যদি কোন সংকটে আটকে যান, কোন উপায় দেখতে পারছেন না তখন এই নাম পড়ে আল্লাহর কাছে সাহায্য চান। বলুন, ইয়া ফাত্তাহ! আমি একটি সংকটে আটকে গেছি, আমার জন্য একটি উত্তম উপায় বের করে দিন। আল্লাহর নাম 'আল-ফাত্তাহ'-এর উপর বিশ্বাস করে আল্লাহর উপর আমরা আমাদের ইয়াকিন এবং তাওয়াক্কুল সীমাহীন উচ্চতায় নিয়ে যেতে পারি। কারো পক্ষে যখন সাহায্য করা সম্ভব নয় তখন একমাত্র আল্লাহই সাহায্য করতে পারেন। যখন কারো পক্ষে দান করা সম্ভব নয় তখন একমাত্র আল্লাহই দিতে পারেন। আল্লাহর কাছেই আছে অদৃশ্য জগতের চাবিসমূহ, যা আর কারো কাছে নেই। আল্লাহর জন্য অসম্ভব বলতে কিছু নেই। 'আল-ফাত্তাহ' অর্থাৎ যিনি শ্রেষ্ঠ ফয়সালাকারী, আমাদের জন্য একটা উপায় বের করে দিতে পারেন। তাহলে আল্লাহর নাম 'আল-ফাত্তাহ' আমরা প্রতিটি সমস্যাজনক পরিস্থিতিতে ব্যবহার করতে পারি এবং সকল উদ্বেগজনক পরিস্থিতিতে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা অসম্ভবকে সম্ভব করতে পারেন। এবং তিনি প্রতিটি কঠিনকে সহজ করে দিতে পারেন। সেজন্য রাসূলুল্লাহ (স) এর একটি দুআ ছিল: اللَّهُمَّ لا سَهْلَ إِلا مَا جَعَلْتَهُ سَهْلا، وَأَنْتَ إِنْ شِئْتَ جَعَلْتَ الْحَزَنَ سَهْلا [আল্লাহুম্মা, লা সাহলা ইল্লামা জা‘আলতাহূ সাহলান। ওয়া আনতা ইন শিয়্তা জা'আলতাল হাযানা সাহলান।] অর্থাৎ: "হে আল্লাহ, আপনি যা সহজ করেন তা ছাড়া তো কোনো কিছুই আসলে সহজ নয়। আর আপনি ইচ্ছা করলেই তো সবচেয়ে কঠিনকেও সহজ করে দেন।" ও আল্লাহ! আমার সমস্যাগুলো, আমার কঠিন বিষয়গুলোকে সহজ করে দিন। ইনিই হলেন 'ফাত্তাহ' যিনি সকল সুকঠিন বিষয়কে সহজ করে দিতে পারেন। আমি দুআ করছি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাদের কঠিন বিষয়গুলোকে সহজ করে দেন, দুঃখ-কষ্ট থেকে যেন আমাদের নিরাপদ রাখেন এবং আমাদের জন্য যেন তাঁর রহমতের দরজা খুলে দেন। — ড. ইয়াসির কাদি
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন