কুরআন আপনার কাছ থেকে কী চায়?

 


কুরআন আপনার কাছ থেকে কী চায়? কুরআন থেকে আমি হেদায়েত খুঁজছি—এর মানে কী?

হেদায়েত খোঁজা মানে শুধু আমল বা কাজ খোঁজা নয়। এটি অতি সরল একটি অভিমত, যা খুবই জনপ্রিয়। চলুন, অনুসন্ধান করে দেখি, কুরআন থেকে হেদায়েত খোঁজার অর্থ কী? সবার আগে, এটি আপনার চিন্তাভাবনাকে সংশোধন করে। ফলে, চারপাশের দুনিয়াকে আপনি ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা শুরু করেন। কুরআনে হেদায়েতের অন্যতম বড় একটি রাস্তা হলো—কুরআন বাস্তবতাকে আপনার উপলব্ধির চেয়ে ভিন্নভাবে উপস্থাপন করে। কুরআন অধ্যয়নের পূর্বে বাস্তবতাকে আপনি একভাবে দেখতেন; কুরআন অধ্যয়নের পরে এটি এখন সম্পূর্ণ ভিন্ন একটি জিনিস। মূল্যবান কিছু দেখলে আপনি জিনিসটি সম্পর্কে একভাবে চিন্তা করেন। আর মূল্যহীন কিছু দেখলে তার সম্পর্কে ভিন্নভাবে চিন্তা করেন। তো, কুরআন চারপাশের বাস্তবতা সম্পর্কে আপনার চিন্তা এবং উপলব্ধিতে পরিবর্তন নিয়ে আসে। সহজ একটি উদাহরণ দিচ্ছি। কুরআন মাটি ভেদ করে চারাগাছ উঠে আসা সম্পর্কে কথা বলেছে। কুরআন যদি এ সম্পর্কে না বলতো, তবু আপনি জানেন, চারাগাছ মাটি ভেদ করে উঠে আসে। তাহলে কুরআন বলাতে এতে কী পার্থক্য তৈরি হয়? কুরআন বলছে, "যখনি তুমি বিচার দিবসের কথা ভুলে যাও, মনে রেখো, চারাগাছ মাটি থেকে উঠে আসে।" তাহলে, কুরআনের অভিমতে, চারাগাছ মাটি থেকে উঠে আসা কিসের রিমাইন্ডার? আমাকে কিসের কথা মনে করিয়ে দিবে? বিচার দিবসের কথা। আমাকে বলুন, চারাগাছ মাটি থেকে উঠে আসার সাথে বিচার দিবসের কী সম্পর্ক? মৃত্যু থেকে জীবন। আমরা মাটিতে প্রবেশ করবো। আমাদের শরীর পঁচে গলে হয়তো বীজের আকৃতির মতো হয়ে যাবে। বা এমনকি আরো কম—কিছুই না হয়তো। এরপর আল্লাহ আমাদের পুনরুত্থিত করবেন, আবার উঠাবেন মাটি থেকে। তাই, বিচার দিবস নিয়ে যদি সন্দেহ দেখা দেয়, শুধু চারাগাছের দিকে লক্ষ্য করুন। তাহলে, এখন আমি যেভাবে চারাগাছের দিকে তাকাবো, তা সারাজীবনের জন্য পরিবর্তিত হয়ে গেল। বুঝতে পারছেন? খুবই সাধারণ একটি বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গি কীভাবে পরিবর্তিত হয়ে গেল!!

—নোমান আলী খান

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সহজ দশটি(১০)টি জিকির!

❝সূরা হুজুরাত❞

নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে