আল্লাহর সীমাহীন করুনা


 ইসলাম জটিল কোনো ধর্ম নয়। ইসলাম এমন কিছু নয় যা বিমূর্ত, ইসলাম এমন কিছু নয় যা অবাস্তব। ইসলাম খুবই খুবই সহজ। সুপার ইজি। মুক্তির ইসলাম দারুণ সহজ।

জান্নাতুল ফিরদাউস সবার জন্য উন্মুক্ত। সর্বোচ্চ জান্নাতে যেতে আপনার ইসলামিক স্টাডিজে ডক্টরেট ডিগ্রি থাকতে হবে না। আল্লাহর ইবাদাত করুন। তাঁর প্রতি ঈমান রাখুন। আল্লাহর রাসূলকে ভালোবাসুন। শেষ বিচারের দিন আল্লাহর সাথে সাক্ষাতের আশা রাখুন। আর আপনার জীবন যাপন করুন একজন ভালো মানুষ হিসেবে। নৈতিক মানুষ হিসেবে। সুন্দর চরিত্রের মানুষ হিসেবে। একজন দয়ালু মানুষ হিসেবে। একজন দরদী মানুষ হিসেবে। একজন সহানুভূতিশীল মানুষ হিসেবে। নিজের জন্যে যা ভালোবাসেন তা অপর মুসলিম ভাইয়ের জন্যেও ভালোবাসুন। বেশি করে দিন। আর অল্প পেলেও সন্তুষ্ট থাকুন। আপনার আচরণ এবং চরিত্রে একজন রোল মডেলে পরিণত হন। ঠিক এতুটুকুই আপনার দরকার। যদি এটুকু করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ! আপনি ইসলামী জীবন ব্যবস্থার সমগ্র অংশটুকু নিজ জীবনে করে দেখিয়েছেন। একথা আমি বলছি না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটি বলেছেন। তিনি কী বলেছেন জানেন? দুইটি শব্দ। মুখস্ত করে রাখুন। "আদ দিইনু মু'য়ামেলা।" সহীহ হাদিস। দ্বীন হলো আচার ব্যবহার। অর্থাৎ, আপনার সমগ্র দ্বীনের বিচার করা হবে কিভাবে আপনি অপর মানুষের সাথে আচার ব্যবহার করেন, তার উপর ভিত্তি করে। অন্যদের সাথে এমন ধরণের দয়াশীলতা এবং সহানুভূতি নিয়ে আচরণ করুন যেরকম আচরণ আল্লাহ এবং তাঁর রাসূল আপনার কাছে থেকে আশা করেন। তখন আপনি একজন সেরা মানুষের জীবন যাপন করবেন। আর জান্নাতুল ফিরদাউস হবে আপনার চিরস্থায়ী ঠিকানা। —ইয়াসির কাদি


গতকাল ইয়াসির কাদির সিরাত সিরিজের ১০১তম পর্ব শুনছিলাম। সেখানে উনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইন্তেকালের সময়কালটা বর্ণনা করছিলেন। তখন একটা কথা মনে গেঁথে গেল। রাসুলুল্লাহ সাঃ তখন দারুন অসুস্থ। কিন্তু তখনো উম্মতের পারলৌকিক মুক্তি নিয়ে উনি খুবই চিন্তিত। বারবার বিভিন্ন ধরনের উপদেশ দিয়ে যাচ্ছিলেন। নামাজের ব্যাপারটা বারবার হাইলাইট করলেন। তখন আরেকটা কথা তিনি সাহাবাদের বললেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন—لا يموتن أحدكم إلا وهو يحسن الظن بالله— "তোমাদের কেউ যেন আল্লাহর প্রতি সুধারণা পোষণ করা ব্যতীত মৃত্যুবরণ না করে।" দেখুন, আমাদের আমলের কারণে আমরা জান্নাত পাবো না। আমাদেরকে জান্নাত প্রদান করা হবে আল্লাহর সীমাহীন করুনা থেকে। হ্যাঁ, আমল অবশ্যই দরকার। কিন্তু আমল করি আমরা আল্লাহর দয়া পাওয়ার উদ্দেশ্যে। একবার চিন্তা করে দেখুন, আপনাকে যে জান্নাতটি দেওয়া হবে সেই সুবিশাল জান্নাতের সীমাহীন নিয়ামতগুলো তিনি শুধু আপনারই জন্য তৈরি করবেন। আপনার জান্নাতটি শুধুই আপনার। প্রচন্ড ভালবাসা থেকে আপনার ভালোলাগা, আপনার পছন্দ-অপছন্দের আলোকে আপনার মালিক আপনার জান্নাতটাকে সাজাবেন। সুতরাং সেই আল-ওয়াদুদ, আর-রহিম, আল-কারীম সম্পর্কে সুধারনা পোষন করা ছাড়া কিভাবে আপনি পৃথিবী থেকে বিদায় নিবেন। তাই আপনার মালিক কে জানুন। তাঁর সম্পর্কে বেশি বেশি জ্ঞান অর্জন করুন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সহজ দশটি(১০)টি জিকির!

❝সূরা হুজুরাত❞

নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে