আল্লাহর নিকট ক্ষমা চাওয়া


 আল্লাহর নিকট ক্ষমা চাওয়ার ধারণা কুরআনে বহুল উল্লেখিত একটি ধারণা। যদি আপনি একবার "আস্তাগফিরুল্লাহ" বলেন আপনি শতশত আয়াতের উপর আমল করছেন।

যেমন— ১. সূরা আল-বাকারা (2:199): "এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা কর। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, দয়ালু।" ২. সূরা আলে-ইমরান (3:135): "এবং যারা অশ্লীল কাজ করে বা নিজের উপর জুলুম করে, তারা আল্লাহকে স্মরণ করে এবং তাদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে। আর আল্লাহ ছাড়া কে গুনাহ ক্ষমা করতে পারে? এবং তারা জেনে শুনে যা করেছে তাতে লিপ্ত থাকে না।" ৩. সূরা হুদ (11:3): "এবং তোমার পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা কর এবং তাঁর কাছে তওবা কর। তিনি তোমাকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত উত্তম জীবিকা দেবেন এবং প্রত্যেক অনুগ্রহকারীকে তাঁর অনুগ্রহ দেবেন। কিন্তু যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে আমি তোমাদের জন্য একটি মহাদিনের শাস্তির আশঙ্কা করি।" ৪. সূরা নূহ (71:10-12): "এবং বল, 'তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা কর। নিশ্চয় তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি বৃদ্ধি করবেন এবং তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী প্রবাহিত করবেন।'" ৫. সূরা আয-যুমার (39:53): "বল, 'হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল, দয়ালু।'" ৬. সূরা আল-মুজাম্মিল (73:20): "এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা কর। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, দয়ালু।" ৭. সূরা আত-তাহরীম (66:8): "হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা কর। সম্ভবত তোমাদের পালনকর্তা তোমাদের পাপ মোচন করবেন এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যার নীচে নদী প্রবাহিত..." আরো অসংখ্য আয়াতে আল্লাহর নিকট ক্ষমা চাইতে বলা হয়েছে। তাই, প্রতিটি দিন আল্লাহর কাছে ক্ষমা চান। বার বার পড়ুন। ধীরে ধীরে বিনম্র অন্তরে পড়ুন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সহজ দশটি(১০)টি জিকির!

❝সূরা হুজুরাত❞

নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে