----------------------------------------------------------------
আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা সম্পর্কে ভুল ধারণা নিয়ে বড় হওয়া একটি অত্যন্ত দুঃখজনক বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা হলেন অসীম দয়ালু, পরম করুণাময়। অথচ, আমরা ছোটবেলা থেকেই আল্লাহ সম্পর্কে বিকৃত ধারণা পেয়ে থাকি। সঠিক জ্ঞানের অভাবে পরিবার ও সমাজ আমাদের আল্লাহ সম্পর্কে এমন ধারণা দেয়, যেন তিনি প্রতি মুহূর্তে শাস্তি দিতে প্রস্তুত। যেমন: কোনো ব্যথা পেলে বলা হয়—"এইযে, আমার কথা শুনো নাই তো, এই জন্য আল্লাহ তোমাকে ব্যথা দিয়েছেন। বুঝ এখন!"
একটু চিন্তা করুন, বাচ্চারা আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা সম্পর্কে কী ধারণা নিয়ে বড় হবে? ছোট বাচ্চা যখন কাউকে কুর'আন পড়তে দেখে এবং আগ্রহভরে জিজ্ঞাসা করে, "কুর'আনে কী বলা আছে?" তখন তাকে বলা হয়, "তুমি যে এটা-ওটা কর, এইটার শাস্তি এই, ঐটার শাস্তি ঐ।" শাস্তি, গুনাহ, জাহান্নাম—এই শব্দগুলো দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার প্রাথমিক পরিচয় দেওয়া হয়, যা অত্যন্ত দুঃখজনক।
অথচ, আল্লাহ তা'আলা নিজে কুর'আনে তাঁর পরিচয় শুরু করেছেন "আর-রহমান" ও "আর-রাহিম" দিয়ে। তিনি অত্যন্ত দয়ালু ও ক্ষমাশীল।
আল্লাহ কঠোর শাস্তিদাতা, এটা সত্য; কিন্তু সেইসাথে তিনি অপরিসীম দয়ালুও। শাস্তি ও রহমতের মধ্যে রহমতই সর্বদা প্রাধান্য পায় আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার কাছে। তিনি বান্দার ডাকে সাড়া দেন, বান্দার যতই খারাপ অবস্থা থাকুক না কেন।
নতুন প্রজন্মকে আল্লাহ তা'আলার সঠিক পরিচয় দেওয়া আমাদের একান্ত দায়িত্ব। আল্লাহর নাম সর্বদা সম্মান ও সতর্কতার সাথে উচ্চারণ করা উচিত। বাচ্চাদেরকে আল্লাহর পরিচয় শেখানোর সময় আমাদের উচিত তাঁর রহমত, মাগফিরাত ও ভালোবাসার দিকগুলো প্রাধান্য দেওয়া। এতে করে তারা তাদের সৃষ্টিকর্তাকে ভালোবাসা, আস্থা ও শ্রদ্ধার সাথে জানতে ও বুঝতে শিখবে। আল্লাহ তা'আলা যেমন কঠোর শাস্তিদাতা, তেমনি তিনি অপরিসীম দয়ালু ও ক্ষমাশীল। এই ভারসাম্যপূর্ণ ধারণা শিশুদের মনে গেঁথে দেওয়াই আমাদের কর্তব্য।
--- Bayyinah.tv-তে উস্তাদ নোমান আলী খানের "Thematic Overview " সিরিজ থেকে অনুপ্রাণিত
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন