ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের জন্য

 


আসসালামু আলাইকুম,

বর্তমান সময়ে ফিলিস্তিন, বিশেষ করে গাজার পরিস্থিতি অত্যন্ত সংকটপূর্ণ। নিরীহ মানুষদের ওপর যে অন্যায় ও নিপীড়ন চলছে, তা সমগ্র মুসলিম উম্মাহর হৃদয়ে গভীর বেদনা সৃষ্টি করেছে। এই দুঃসময়ে আমাদের সর্বশক্তিমান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা উচিত, কারণ তিনিই সর্বোত্তম রক্ষাকারী ও ন্যায়বিচারকারী। আমরা সকলে মিলে নিচের দোয়াগুলো পড়ার মাধ্যমে ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি। ১. حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ উচ্চারণ: হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল অর্থ: আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনিই সর্বোত্তম কার্য সম্পাদনকারী। 📖 সূরা আলে ইমরান (৩:১৭৩), সাহিহ আল-বুখারি (হাদিস নম্বর: ৪৫৬৩) ২. اللَّهُمَّ إِنَّا نَجْعَلُكَ فِي نُحُوْرِهِمْ وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِهِمْ উচ্চারণ: আল্লাহুম্মা ইন্না নাজ আলুকা ফী নুহুরিহিম ওয়া নাউদু বিকা মিন শুরুরিহিম অর্থ: হে আল্লাহ, আমরা আপনাকে তাদের বিরুদ্ধে আমাদের ঢাল বানাই এবং তাদের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় নিই। 📖 আবু দাউদ (হাদিস নম্বর: ১৫৩৭), ইবনু মাজাহ (হাদিস নম্বর: ৩৮৬৪) প্রতিদিন এই দোয়াগুলো বেশি বেশি পড়ুন এবং অন্যদেরকেও পড়তে উৎসাহিত করুন। নির্যাতিত মুসলিম ভাইবোনদের জন্য দোয়া করুন, যেন আল্লাহ তাদের জন্য সহজ করে দেন এবং অন্যায়কারীদের শাস্তি দেন। গুজব ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন এবং নিশ্চিত তথ্য যাচাই করে তবেই শেয়ার করুন (সূরা হুজুরাত ৪৯:৬)। ফিলিস্তিনের জনগণের প্রতি সহমর্মিতা ও সাহায্যের হাত বাড়িয়ে দিন। শত্রুর পরিকল্পনা থাকতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা সর্বোত্তম পরিকল্পনাকারী! তিনি আমাদের দোয়া শুনেন এবং তিনি-ই সর্বশক্তিমান। আমরা সবাই মিলে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাই এবং তাঁর ওপর পূর্ণ ভরসা রাখি। اللهم انصر إخواننا المستضعفين في فلسطين وفي كل مكان "হে আল্লাহ! ফিলিস্তিনসহ পৃথিবীর সব নির্যাতিত মুসলমানদের সাহায্য করুন।" জাযাকুমুল্লাহু খাইরান।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সহজ দশটি(১০)টি জিকির!

❝সূরা হুজুরাত❞

নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে