যদি তাওবা না করেন

 


অনেক সময় ভয়াবহ কোন পাপ করে ফেলার পর আমরা একদম হতাশ হয়ে পড়ি। মনে মনে ভাবি—আল্লাহ কোনদিন আমাকে মাফ করবেন না।

শয়তান আসলে আপনার অন্তরে এই অজুহাতটা তৈরি করে, যেন আপনাকে দিয়ে আবারো পাপটা করানো যায়। কারণ আপনি যদি হতাশ হয়ে পড়েন কী করবেন তখন, আবারো সেই পাপ করবেন বা আরো ভয়াবহ কোন পাপ। অথচ আল্লাহ কী চান? আল্লাহ চান আপনি যেন এই পাপের জন্য অনুতপ্ত হন, লজ্জিত হন এবং আল্লাহর কাছে ক্ষমা চান। এরপর নিজেকে ঠিক করে নেন। পরিশুদ্ধ করে নেন। তারপর সামনে এগিয়ে যান। আরো বেশি বেশি ভালো কাজ করেন, যেন এই পাপের মন্দ প্রভাবটা দূর হয়ে যায়। কারণ কোরআনে এসেছে, ইন্নাল হাসানাতি ইউজহিবনাস সাইয়েয়াত। অর্থাৎ নিশ্চয়ই ভালো কাজ মন্দ কাজকে দূর করে দেয়। আর শয়তান চায়, আপনি যেন একদম হতাশ হয়ে পড়েন। তাহলে সে আপনাকে দিয়ে আরো বেশি বেশি খারাপ কাজ করাতে পারবে। তাই তওবা করে ফিরে আসুন। আপনার মনে হতে পারে, আমি আল্লাহর এত ক্ষুদ্র একটি সৃষ্টি, আমাকে তো ক্ষমা করার দরকার নাই আল্লাহর, আল্লাহ কেন আমাকে ক্ষমা করতে যাবেন। আমার জন্য শাস্তি পাওয়াই ঠিক আছে। এর জবাবে আল্লাহ কি বলেন জানেন? তিনি বলেন—"বলো, হে আমার বান্দাগণ! যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। তিনি ক্ষমাশীল, দয়ালু।" আয়াতের শেষ অংশটির প্রতি খেয়াল করুন। তিনি বলেছেন তিনি ক্ষমাশীল এবং দয়ালু। ইন্নাহু হুওয়াল গাফুরুর রহিম। তিনি অত্যন্ত অত্যন্ত ক্ষমাশীল এবং এবং অতি দয়ালু। তিনি ক্ষমা করে দেবেন কারণ তিনি নিজে অত্যন্ত অত্যন্ত ক্ষমাশীল এবং এবং অতিব দয়ালু। তিনি তার বান্দাদের ভালবাসেন, মায়া করেন। আমরা তো তাঁরই সৃষ্টি। তাই, আল্লাহর নিকট তাওবা করুন, এবং ক্ষমা পাওয়ার আশা রাখুন। আর যদি এটা না করেন, যদি তাওবা না করেন, ক্ষমা না চান বরং অহংকারমূলকভাবে নিজের পাপগুলো বারবার করতে থাকেন, তাহলে আপনাকে শাস্তির সম্মুখীন হতে হবে। কারণ আল্লাহ সূরা আস-সেজদাতে বলেছেন—"وَمَنْ أَظْلَمُ مِمَّن ذُكِّرَ بِآيَاتِ رَبِّهِ ثُمَّ أَعْرَضَ عَنْهَا ۚ إِنَّا مِنَ الْمُجْرِمِينَ مُنتَقِمُونَ" "আর তার চেয়ে বেশি জালিম কে হবে, যে তার রবের আয়াতসমূহ দ্বারা উপদেশ প্রাপ্ত হওয়ার পরও তা থেকে মুখ ফিরিয়ে নেয়? নিশ্চয়ই আমি অপরাধীদের থেকে প্রতিশোধ গ্রহণকারী।" আয়াত, ২২ তাই আবারও বলছি, আপনার জন্য এখনো আশা আছে, আপনিও জান্নাতের স্বপ্ন দেখতে পারেন, তাওবা করুন। ভালো হয়ে যান।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সহজ দশটি(১০)টি জিকির!

দিরিলিসের আরতুগ্রুলের সকল পর্ব কিভাবে দেখবেন?

❝সূরা হুজুরাত❞