বুদ্ধিমানদের জন্য বহু নিদর্শন
আপনার বন্ধুরা যদি আপনাকে বুদ্ধিমান বলে খুব ভাল লাগে তখন, তাই না? আরও ভালো লাগে যখন আপনার শিক্ষকেরাও আপনার সম্পর্কে বলে-- "আরে ও তো খুবই বুদ্ধিমান ছেলে বা ও তো খুবই বুদ্ধিমতী মেয়ে।" এমনকি বাবা মা বা পরিবারের লোকজনও যদি মনে করে যে, আমাদের পরিবারে অমুক সবচেয়ে বুদ্ধিমান। তখন ব্যাপারটা আপনার মনে এক ধরনের তৃপ্তি এনে দেয়। আল্লাহ আমাদের অহংকার থেকে রক্ষা করুন।
এখন, ভেবে দেখুন তো? যদি বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সির সৃষ্টিকর্তা, সাত আসমানের প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আপনাকে বুদ্ধিমান বলেন তখন অনুভূতিটা কেমন হবে? কল্পনা করা যায়? কুরআনে আল্লাহ কাদেরকে বুদ্ধিমান বলেছেন জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলেন- اِنَّ فِیۡ خَلۡقِ السَّمٰوٰتِ وَ الۡاَرۡضِ وَ اخۡتِلَافِ الَّیۡلِ وَ النَّهَارِ لَاٰیٰتٍ لِّاُولِی الۡاَلۡبَابِ - নিশ্চয়ই আসমানসমূহ ও যমীনের সৃষ্টিতে এবং রাত্র ও দিনের আবর্তনে বুদ্ধিমানদের জন্য বহু নিদর্শন আছে। الَّذِیۡنَ یَذۡکُرُوۡنَ اللّٰهَ قِیٰمًا وَّ قُعُوۡدًا وَّ عَلٰی جُنُوۡبِهِمۡ وَ یَتَفَکَّرُوۡنَ فِیۡ خَلۡقِ السَّمٰوٰتِ وَ الۡاَرۡضِ ۚ رَبَّنَا مَا خَلَقۡتَ هٰذَا بَاطِلًا ۚ سُبۡحٰنَکَ فَقِنَا عَذَابَ النَّارِ -- "যারা আল্লাহকে দন্ডায়মান, উপবিষ্ট এবং শায়িত অবস্থায় স্মরণ করে থাকে এবং আসমান ও যমীনের সৃষ্টির ব্যাপারে চিন্তা করে (ও বলে) : ‘হে আমাদের প্রতিপালক! তুমি এসব অনর্থক সৃষ্টি করনি, তোমার পবিত্রতা বর্ণনা করছি, সুতরাং আমাদেরকে অগ্নির শাস্তি হতে রক্ষা কর।" (৩:১৯০-১৯১) যারা সর্বাবস্থায় আল্লাহর জিকির করে তাদেরকে তিনি বুদ্ধিমান বলেছেন। তাই, আল্লাহর কাছে বুদ্ধিমান হতে চান? সর্বাবস্থায় আল্লাহর জিকির করুন। আল্লাহ তায়ালা অন্য আয়াতে বলেন-- یٰۤاَیُّهَاالَّذِیۡنَ اٰمَنُوا اذۡکُرُوا اللّٰهَ ذِکۡرًا کَثِیۡرًا - "হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ কর।" وَّ سَبِّحُوۡهُ بُکۡرَۃً وَّ اَصِیۡلًا - "আর সকাল-সন্ধ্যায় তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা কর।" (আহযাব ৪১, ৪২) তাই, বেশি বেশি আল্লাহর জিকির করুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন