প্রত্যেক বিপদেই ৩টি নেয়ামত আছে
আব্দুল্লাহ ইবনু আব্বাস (রাযি.) বলেন, প্রত্যেক বিপদেই ৩টি নেয়ামত আছে: . (১) বিপদ আরও কঠিন হতে পারত (২) বিপদ দুনিয়াতেই মিটে গেছে (৩) দুনিয়াবি বিষয়ের ওপর এসেছে . এগুলো কীভাবে নেয়ামত? . (১) বিপদ আরও কঠিন হতে পারত প্রত্যেকটি বিপদেরই দুটো অবস্থা রয়েছে। একটি কম, অন্যটি বেশি। যার এক হাত কাঁটা পড়েছে, তার দুটো হাতই কাঁটা যেতে পারত। যার এক চোখ নষ্ট হয়ে গেছে, তার দুটো চোখই নষ্ট হতে পারত। যার পরিবারের একজন মারা গেছে, তার পরিবারের সকলেই মারা যেতে পারত। নিজের ওপর আসা বিপদকে আমরা যত বড় করেই দেখি না কেন, বিপদের আরও খারাপ স্তর আছে। কাজেই জীবনে যত বিপদ আপদই আসুক, এই কথাগুলো মনে রাখলে ভেঙে পড়বেন না। বিপদকালে অভিযোগ না করে বরং বিপদের মাত্রা নিয়ে ভাবুন। এটি আপনাকে ধৈর্য ধরতে এবং আল্লাহর প্রতি শোকর আদায়ে উদ্বুদ্ধ করবে। . (২) বিপদ দুনিয়াতেই মিটে গেছে ইমাম ইবনুল-জাওযী (রহ.) বলেন, 'আমাদের জীবনে অধিকাংশ বিপদ আপদ পাপের কারণে আসে।' [সাইদুল খাতির] . আর আল্লাহর রাসূল (ﷺ) বলেন, 'একজন মুসলিম যে কোনো কষ্ট-ক্লেশ, দুশ্চিন্তা, পেরেশানি ও নির্যাতনের সম্মুখীন হোক না কেন, এমনকি সামান্য কাঁটাবিদ্