আমরা কীভাবে আল্লাহর মাগফিরাহ(ক্ষমা) লাভ করব?
আমরা কীভাবে আল্লাহর মাগফিরাহ(ক্ষমা) লাভ করব? এক নাম্বার, মাগফিরাতের জন্য দোয়া করে। আল্লাহ বলেন - وَإِنِّي لَغَفَّارٌ لِّمَن تَابَ وَآمَنَ وَعَمِلَ صَالِحًا ثُمَّ اهْتَدَىٰ - আর যে তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে অতঃপর সৎপথে অটল থাকে, আমি তার প্রতি অবশ্যই ক্ষমাশীল।(২০:৮২) আর আমি অবিরত ক্ষমা করতে থাকবো...কাকে? যে আমার কাছে অনুতপ্ত হয়, যে আমার প্রতি বিশ্বাস রাখে এবং যে ভালো কাজ করে...। তাহলে কীভাবে আমরা আল্লাহর ক্ষমা পাব? আমরা মুখে বলবো - আস্তাগফিরুল্লাহ। আমরা বলবো - আল্লাহুম্মাগফিরলিই (হে আল্লাহ! আমাকে ক্ষমা করে দিন)। আমরা বলবো - রাব্বি আজনাবতু জানবান ফাগফিরলিই (ও আমার প্রভু! আমি গুনাহ করেছি, আমাকে ক্ষমা করে দিন)। আমরা বলবো - রাব্বানা জলামনা আনফুসানা ফাগফিরলানা...(হে আমাদের প্রভু! আমরা নিজেদের উপর জুলুম করেছি, আমাদের ক্ষমা করে দিন)। সুতরাং আমরা আল্লাহর কাছে এভাবে ক্ষমা ভিক্ষা চাইবো। আমাদের রাসূল (স) বলেন - "আমি আল্লাহর কাছে দৈনিক একশো বারের বেশি ক্ষমা চাই।" যদি রাসূলুল্লাহ (স) এতবার ক্ষমা চেয়ে থাকেন তাহলে আমাদের কতবার চাওয়া উচিত? তাই, সবসময় বলতে থাকুন আস্তাগফিরুল...