আমরা শেষ জামানায় আছি
আমরা শেষ জামানায় আছি। যদি তুমি এটা না দেখে থাকো, আমি জানি না তুমি কোন গ্রহে বাস করছো। শেষ সময় খুবই নিকটবর্তী। হয়তো এখন থেকে একশ বছরের মধ্যে, দুইশ বছরের মধ্যে আমি জানি না। তা একমাত্র আল্লাহ জানেন। আমাদের রাসূল (স) দুই আঙ্গুল একত্রিত করে দেখিয়েছেন-بُعِثْتُ أَنَا وَالسَّاعَةُ كَهَاتَيْنِ - "আমি এবং কিয়ামত এরকম এক সাথে প্রেরিত হয়েছি।" এটা ছিল ১৪শ বছর পূর্বে। ভূপৃষ্ঠে মানব জাতির অবস্থানকালীন সময়ের সাথে তুলনা করলে এটা বড় কোনো সময় নয়। খুবই সংক্ষিপ্ত এক সময়। এ শেষ সময়কালে সবার উচিত দু’হাত প্রসারিত করে মানুষকে দ্বীনের দিকে আহ্বান জানানো। এটা তো হতাশার কাফেলা নয়। হে পাপী বান্দা! যদি তুমি শতবারও তোমার প্রতিশ্রুতি ভঙ্গ করে থাকো, তবু শুধু ফিরে আসো। দ্বীনের দরজা খোলা আছে। একমাত্র যে এ দরজা বন্ধ করে সে হলো শয়তান। এই পৃথিবী তোমাকে অপরিচ্ছন্ন করে দিতে পারে। কোনো ব্যাপার না তোমার নিজেকে যত অপরিচ্ছন্নই মনে হউক না কেন, আল্লাহর দরজা তোমার জন্য খোলা। তোমার যাই হউক না কেন, আর-রাহমানের দরজা তোমার জন্য খোলা আছে। আমরা হাদিস থেকে জানি, এমনকি একশ মানুষ খুন করা ব্যক্তির তওবাও কবুল করা হয়েছিল। এ দর...