আমার রব আমাকে ছেড়ে যাবেন না

মানুষ যত দিন বেঁচে থাকে, তত দিন জীবন নিয়ে স্বপ্ন দেখে। এই স্বপ্ন কখনো বাস্তব, কখনো অবাস্তব। আল্লাহ যে তকদির ঠিক করে রেখেছেন, সেটা মানুষের অজানা। তাই সে ইচ্ছেমতো ভাবে, স্বপ্ন দেখে। আর যখন যে অবশ্যম্ভাবী তকদির এসে সামনে দাঁড়ায়, অপ্রত্যাশিত আঘাত কিংবা আনন্দ দিয়ে, মানুষ বিহ্বল হয়ে পড়ে। জীবনে চলার পথে আমরা প্রায়ই এমন ঘটনার মুখোমুখি হই। হয়তো ভাবি, কেন এভাবে একটা সাজানো সুন্দর ছিমছাম সংসারে মা কিংবা বাবাকে বিদায় নিতে হলো চিরতরে? পরিবারের বাকি মানুষগুলো এখন কী নিয়ে বাঁচবে? আসলেই আল্লাহ কেন মানুষকে এ রকম পরিস্থিতির মধ্য দিয়ে নিয়ে যান, তার কারণ সব সময় আমাদের বোধগম্য হবে না। কিন্তু এর মধ্য দিয়ে আমরা কী করে নিজেদের আল্লাহর ওপর ভরসা, অর্থাৎ তাওয়াক্কুলের ওপর সুদৃঢ় রাখব? আসুন, দেখি, ইসলাম এ নিয়ে আমাদের কী শেখাতে চায়। জীবনে চলার পথে আমরা প্রায়ই এমন ঘটনার মুখোমুখি হই। হয়তো ভাবি, কেন এভাবে একটা সাজানো সুন্দর ছিমছাম সংসারে মা কিংবা বাবাকে বিদায় নিতে হলো চিরতরে? ইবনে আব্বাস (রা.) বলেন, আল্লাহর আদেশে ইব্রাহিম (আ.) হাজেরা ও তাঁর শিশুপুত্র ইসমাইলকে নিয়ে নির্বাসন দানের জন্য বের হলেন। পথে হাজেরা শিশুকে ...