অল্প আমলে অনেক নেকি
অল্প আমলে অনেক নেকি মুফতি মোহাম্মদ এনামুল হাসান এমন অনেক আমল রয়েছে যাতে কর্মের চেয়ে বিনিময় বা নেকি বেশি। নিচে এমন কিছু আমলের কথা উল্লেখ করা হলো ১. একটি জায়নামাজ কিনে মসজিদে রেখে দিন, যে ব্যক্তি তাতে নামাজ আদায় করবে, ইনশা আল্লাহ আপনি সেই আমলের জন্য পুরস্কৃত হবেন। ২. একটি বাটি বা গ্লাসে কিছু পানি আপনার জানালায় রেখে দিন পাখিদের জন্য; এটাও একধরনের সদকা। এটিকে অভ্যাসে পরিণত করুন। আপনি পুরস্কৃত হবেন ইনশা আল্লাহ। ৩. আপনার পুরনো অথবা ব্যবহার হচ্ছে না এমন পোশাক গরিবকে দান করুন। সুযোগ থাকলে নতুন জামা দান করুন। এই জামা পড়ে সে যত ইবাদত করবে তার একটা অংশ সদকা হিসেবে আপনার আমলনামায় অন্তর্ভুক্ত হবে। ৪. আপনার রুমে একটি বক্স রাখুন এবং যখনই আপনি মনে করবেন যে আপনি কোনো অন্যায় করেছেন, তখনই তাতে সাধ্যমতো টাকা-পয়সা রাখুন। মাস শেষে তা খুলে দেখুন এবং তা দান করে দিন। এতে নিজের ভুলগুলোর পরিমাণ বুঝতে পারবেন এবং অনুতপ্ত হয়ে নিজেকে সংশোধনের জন্য এটি সুন্দর একটি পন্থা। তবে অন্যের হক নষ্ট করলে তার কাছে ক্ষমা চাইতে হবে। এবং হক ফিরিয়ে দিতে হবে। ৫. বাড়িতে ঢোকার ও বের হওয়ার পথে দোয়া লিখে রাখুন একটি কাগজে। যে এসব দ...