জ্বীনদের নিয়ে কিছু কথা
জ্বীনদের নিয়ে কিছু কথা ------------------- আমাকে কি জ্বীন নিয়ে কখনো বলতে শুনেছেন? কখনো বলিনি জ্বীন নিয়ে? না। আপনাদের জ্বীনের গল্প বলতে যাচ্ছি না আমি। কিন্তু কুরআনের জ্বীনদের ঘটনা বলবো। অসাধারন ঘটনা! আমার খুব পছন্দের ঘটনা। পাঁচ মিনিটের জন্য বলবো। জ্বীনেরা আকাশে ঘুরে বেড়াতো। তারা ফেরেশতাদের কাছ থেকে তথ্যও চুরি করতো কখনও কখনো। একটুখানি তথ্য নিয়ে নিতো। এরপর পৃথিবীতে ফিতনা সৃষ্টি করতো সে অল্প একটু তথ্য দিয়েই। প্রত্যেকবার কিছু চুরির সময় তাদের উল্কাপিন্ড দিয়ে ধাওয়া করা হতো। যাইহোক। তো তারা আকাশে যেতে অভ্যস্ত ছিল। আর তাদের ছিল “মাক্বাইদ আল সামা’।” মানে আকাশে কিছু স্থান ছিল যেখানে বসে বসে শুনতে পারতো। তারা এসব শুনতো। আড্ডা দেবার মতো কিছু জায়গা ছিল। মহাজাগতিক পার্কিং লট ছিল… বুঝতে পারছেন? বা কার পার্কস ছিল। দুঃখিত। মহাজাগতিক কার পার্কিং ছিল। সেখানে তারা গিয়ে কিছুক্ষণ অবস্থা করতো। একটু ধুমপান করতো 😀 গল্প করতো। আচ্ছা? বুঝতে পারছেন? ধুম? হাহা! তো যাই হোক। কিন্তু যখন কুরআন নাযিল হচ্ছিল, এটার বর্ননা সুরাতুল জ্বীনে আছে। যখন কুরআন আসছিল, পুরো আকাশ তালাবন্ধ (lockdown) করে দেয়া হয়েছিল। তাদের