সূরা ইখলাস ওযু অবস্থায় পড়ার ১০ টি উপকার


 - সূরা ইখলাস প্রতিদিন ২০০ বার ওযুর সাথে অর্থাৎ ওযু অবস্থায় পড়ার ১০ টি উপকার। ❤️

১.আল্লাহ তা'য়ালা তার রাগের ৩০০ দরজা বন্ধ করে দিবেন। ২.রহমতের ৩০০ দরজা খুলে দিবেন। ৩.রিজিকের ৩০০ দরজা খুলে দিবেন। ৪.মেহেনত ছাড়া গায়েব থেকে রিজিক পৌঁছে দিবেন। ৫.আল্লাহ তা'য়ালা নিজের জ্ঞান থেকে জ্ঞান দিবেন। আপন ধৈর্য্য থেকে ধৈর্য দিবেন। আপন বুঝ থেকে বুঝ দিবেন। ৬.৬৬ বার কুরআন খতম করার সওয়াব দিবেন। ৭.৫০ বছরের গুনাহ মাফ করে দিবেন। ৮.জান্নাতের মধ্যে ২০ টি মহল দিবেন, যেগুলো ইয়াকুত মার্জান ও জমজমদের তৈরি। প্রত্যেক মহলে ৭০ হাজার দরজা থাকবে। ৯.২০০০ রাকাআত নফল নামাজ পড়ার সওয়াব দিবেন। ১০.যখন তিনি মারা যাবেন ১,১০,০০০ফেরেতা তার জানাযায় শরিক হবেন। (সুবহানাল্লাহ) [রেফারেন্সঃ রিয়াযুস স্বা-লিহীন হাদিস নম্বরঃ ১০১৭ সহীহুল বুখারীঃ ৫০১৫,৫০১৪,৫৫৪৩,৭৩৭৫ নাসায়ীঃ ৯৯৫ আবু দাঊদঃ ১৪৬১ আহমাদঃ ১০৬৬৯ সহীহ আল জামী আস সগীরঃ ৬৪৭২]

Comments

Popular posts from this blog

সহজ দশটি(১০)টি জিকির!

❝সূরা হুজুরাত❞

ডায়াবেটিস রোগীর ডায়েট চার্ট