দুনিয়ার ভোগ–বিলাস নিয়ে সুরা তাকাসুরের সতর্কতা
সুরা তাকাসুর পবিত্র কোরআনের ১০২ তম সুরা। সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এর রুকু ১, ৮ আয়াত। তাকাসুর শব্দের অর্থ প্রাচুর্যের প্রতিযোগিতা। প্রাচুর্যের প্রতিযোগিতায় মোহাচ্ছন্ন মানুষেরা জাহান্নাম প্রত্যক্ষ করবে। সেদিন তাদের আরাম–আয়েশ সম্পর্কে প্রশ্ন করা হবে। যারা কেবল দুনিয়ার ভোগ–বিলাসকেই জীবনের লক্ষ্য করে তুলেছে, এই সুরায় তাদের পরিণাম নিয়ে কথা বলা হয়েছে। বিলাস–ব্যসনে নিমগ্ন জীবনে মৃত্যু এসে উপস্থিত হবে হঠাৎ। সব জৌলুস নিভে যাবে। এ ব্যাপারে সবাইকে সতর্ক করা হয়েছে। কেয়ামতের দিন এসব ব্যাপারে জিজ্ঞেস করা হবে। সুরার প্রথম আয়াতে বলা হয়েছে, ‘প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মোহাচ্ছন্ন করে রাখে।’ দুনিয়ায় মোহ মানুষকে ফিরিয়ে রেখেছে। একজন আরেকজনের কাছ থেকে বেশি পাওয়ার প্রতিযোগিতায় মেতে থাকে। একটি সচ্ছল ও শান্তিপূর্ণ জীবন কামনা করা খারাপ নয়। কিন্তু পাওয়ার লালসা বড় হয়ে উঠলে এর পেছনে ছোটাই হয়ে ওঠে জীবনের মূল উদ্দেশ্য। এই প্রতিযোগিতায় নিজের অহংকার ফুলে–ফেঁপে ওঠে এবং অন্যকে পিছিয়ে দেওয়ার মন্দ ইচ্ছা মন দখল করে নেয়। দ্বিতীয় আয়াতে বলা হয়েছে, ‘যতক্ষণ না তোমরা কবরের সম্মুখীন হও।’ কবরে যেতে হবেই। আর ...