ঈমানদারদের দুআ
বিভিন্ন কারণে আমাদের পাপ সমূহ ক্ষমা করে দেওয়া হয়। তার মাঝে একটি হলো- আমাদের জন্য ঈমানদারদের দুআ। যে কেউ যে কোনো সময় যদি বলে- আল্লাহ অমুককে ক্ষমা করে দিন। অথবা জানাজার নামাজ। অথবা কারো মৃত্যুর পর মানুষ তার কথা মনে করে যদি বলে- আমি বা আমরা দুআ করছি আল্লাহ উনাকে ক্ষমা করে দিন। উনি খুবই দ্বীনদার মানুষ ছিলেন। এটাও তার গুনাহ ক্ষমা করে দিবে। এই ব্যাপারটা কি আমাদের হাতে? - না। যদি বলি আংশিকভাবে? - কিছুটা। কেন কিছুটা? - প্রভাব। ভেরি গুড! প্রভাব। কার কথা মানুষ বেশি মনে করবে এবং তার জন্য বেশি করে ক্ষমা চাইবে? যার কার্যক্রম অনেক বেশি মানুষের উপকার করে। যিনি বহু মানুষের হৃদয়ে জায়গা করে নেন। যার উত্তম চরিত্র এবং উত্তম আচার-ব্যবহারের কথা মানুষ মনে রাখে। তাই, পরপারে চলে যাওয়া মানুষদের কথা চিন্তা করতে গেলে তাৎক্ষণিকভাবে সবার আগে কার কথা আমাদের স্মরণে আসে? যাদের কার্যক্রম আমাদের সবচেয়ে বেশি উপকার করেছে। যারা আমাদের সবচে বেশি সাহায্য করেছেন। যাদের চরিত্র, যাদের উপকার আমাদের কাজে লেগেছে। অতএব, যদিও এ উপায়টি সরাসরি আমাদের হাতে নেই, পরোক্ষভাবে আমরা এর জন্য বীজ বপন করে যেতে পারি। কিভাবে? ভালো