ইবাদতে তিনটি আবেগ

ইবাদতে তিনটি আবেগ : ভালোবাসা, ভয় ও আশা আগেকার যুগের বহু আলেমেরা বলতেন, আল্লাহ্ তাআলার ইবাদত করা হয় মূলত তিনটি আবেগের উপর ভিত্তি করে: [১] আল-হুব (ভালোবাসা) [২] খাউফ (ভয়) এবং [৩] রজা (আশা) আমরা আল্লাহর ইবাদত করি, কারণ আমরা আল্লাহকে ভালোবাসি। আমরা আল্লাহর ইবাদত করি, কারণ আমরা আল্লাহর শাস্তিকে ভয় করি। আমরা আল্লাহর ইবাদত করি, কারণ আমরা আল্লাহর প্রতি এবং তাঁর দয়ার প্রতি আশাবাদী। এই আশা ধরে রাখার কয়েকটি বিষয় রয়েছে। এক—আমাদের ভালো কাজের জন্য আল্লাহর কাছে পুরস্কার আশা করা। আমরা যদি দান করি, আমাদের আশা আছে যে আল্লাহ এই দান কবুল করে আমাদেরকে পুরস্কৃত করবেন। যদি মানুষের সাথে ভালো আচরণ করি, নামাজ পড়ি, রোজা রাখি, অর্থাৎ যেকোনো ভালো কাজই করি না কেন—আমাদের আশা আছে আল্লাহ আমাদেরকে এই সমস্ত কাজের জন্য পুরস্কার দিবেন। এই ভালো কাজের সর্বোচ্চ আশার পর্যায় হলো আল্লাহর জান্নাতের প্রত্যাশা রাখা। এই আশা করা যে আল্লাহ আমাদেরকে তাঁর জান্নাতে প্রবেশ করাবেন। দুই—এই আশা করা যে আল্লাহ আমাদের পাপসমূহ ক্ষমা করে দিবেন। হ্যাঁ, প্রত্যেক ঈমানদারের আল্লাহর দয়ার প্রতি আশা থাকা উচিত। আল্লাহ যে ক্ষমা করে দ...