সূরা কাহাফের চারটি ঘটনা এবং মুসলিম উম্মাহর রাজনৈতিক অবস্থা

সূরা কাহাফের চারটি ঘটনা এবং মুসলিম উম্মাহর রাজনৈতিক অবস্থা ---------------------- * --------------------- এখন, আমি মানাজির আহসান গিলানির মাথানষ্ট করা বিস্ময়কর কিছু চিন্তাভাবনা শেয়ার করবো। রেডি আপনারা? মানাজির রাহিমাহুল্লাহ? উহ! এই মানুষটার চিন্তাধারা ছিল অন্য লেভেলের। আল্লাহ তার জন্য চিন্তার দরজাগুলো উন্মুক্ত করে দিয়েছিলেন। শুনুন তাহলে এ সূরা নিয়ে উনার চিন্তাধারা। খুবই এপিক! তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের জানিয়েছেন এই উম্মাহ কতগুলো পর্যায় অতিক্রম করবে। প্রথম স্টেজটা হলো- খিলাফা আলা মিনহাজিন নবুওয়্যাহ। এ সময়টা ছিল প্রথম পাঁচ খলিফার সময়কাল। (আবু বকর, ওমর, ওসমান, আলীর খিলাফতকাল। এবং হাসান (রা) এর সংক্ষিপ্ত সময়কাল।) এটা ছিল শান্তির সময়, সমৃদ্ধির সময় ও সম্প্রসারণের সময়। এরপর আসবে রাজতন্ত্র। এটা হবে কিছুটা কঠোর শাসনকাল। এ সময়টা ছিল উমাইয়া, আব্বাসীয়, অটোমান ইত্যাদি শাসনকাল। এরপর কিছুকাল অন্যরা আমাদের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে। এ সময়টাও আমরা প্রায় পার করে এসেছি। যখন ইউরোপীয়রা আমাদেরকে ঔপনিবেশিক শাসনে আবদ্ধ করে রেখেছিলো। বিশেষ করে ফ্রেঞ্চ এবং ব্রি...