পোস্টগুলি

এপ্রিল, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সূরা কাহাফের চারটি ঘটনা এবং মুসলিম উম্মাহর রাজনৈতিক অবস্থা

ছবি
  সূরা কাহাফের চারটি ঘটনা এবং মুসলিম উম্মাহর রাজনৈতিক অবস্থা ---------------------- * --------------------- এখন, আমি মানাজির আহসান গিলানির মাথানষ্ট করা বিস্ময়কর কিছু চিন্তাভাবনা শেয়ার করবো। রেডি আপনারা? মানাজির রাহিমাহুল্লাহ? উহ! এই মানুষটার চিন্তাধারা ছিল অন্য লেভেলের। আল্লাহ তার জন্য চিন্তার দরজাগুলো উন্মুক্ত করে দিয়েছিলেন। শুনুন তাহলে এ সূরা নিয়ে উনার চিন্তাধারা। খুবই এপিক! তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের জানিয়েছেন এই উম্মাহ কতগুলো পর্যায় অতিক্রম করবে। প্রথম স্টেজটা হলো- খিলাফা আলা মিনহাজিন নবুওয়্যাহ। এ সময়টা ছিল প্রথম পাঁচ খলিফার সময়কাল। (আবু বকর, ওমর, ওসমান, আলীর খিলাফতকাল। এবং হাসান (রা) এর সংক্ষিপ্ত সময়কাল।) এটা ছিল শান্তির সময়, সমৃদ্ধির সময় ও সম্প্রসারণের সময়। এরপর আসবে রাজতন্ত্র। এটা হবে কিছুটা কঠোর শাসনকাল। এ সময়টা ছিল উমাইয়া, আব্বাসীয়, অটোমান ইত্যাদি শাসনকাল। এরপর কিছুকাল অন্যরা আমাদের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে। এ সময়টাও আমরা প্রায় পার করে এসেছি। যখন ইউরোপীয়রা আমাদেরকে ঔপনিবেশিক শাসনে আবদ্ধ করে রেখেছিলো। বিশেষ করে ফ্রেঞ্চ এবং ব্রি...

ইসরাইলিদের আগে দুইবার ভয়ঙ্কর শাস্তি দেওয়া হয়েছিল

ছবি
  ইসরাইলিদের আগে দুইবার ভয়ঙ্কর শাস্তি দেওয়া হয়েছিল ----------------------------------------------- আল্লাহ তায়ালা বলেন— আমি কিতাবের মাধ্যমে বনী ইসরাঈলকে জানিয়ে দিয়েছিলাম যে, তোমরা অবশ্য অবশ্যই পৃথিবীর বুকে দু’ দু’বার বিপর্যয় সৃষ্টি করবে এবং ঔদ্ধত্য দেখাবে মারাত্মকভাবে। অতঃপর যখন এ দু’য়ের প্রথম ওয়াদা আসল, তখন আমি তোমাদের উপর আমার কিছু বান্দা পাঠালাম, যারা কঠোর যুদ্ধবাজ। অতঃপর তারা ঘরে ঘরে ঢুকে ধ্বংসযজ্ঞ চালাল। আর এ ওয়াদা পূর্ণ হওয়ারই ছিল। অতঃপর আমি তোমাদেরকে তাদের উপর বিজয় দান করলাম আর তোমাদেরকে ধন-সম্পদ আর সন্তানাদি দিয়ে সাহায্য করলাম, তোমাদেরকে জনবলে বহুগুণ বাড়িয়ে দিলাম। তোমরা ভাল কাজ করলে নিজেদের কল্যাণের জন্যই তা করবে, আর যদি তোমরা মন্দ কাজ কর, তাও করবে নিজেদেরই জন্য। অতঃপর যখন দ্বিতীয় প্রতিশ্রুতি পূরণের সময় আসলো, (তখন অন্য বান্দাদের প্রেরণ করলাম) যাতে তারা তোমাদের চেহারাসমূহ মলিন করে দেয়, আর মাসজিদে (আকসায়) ঢুকে পড়ে যেভাবে তারা সেখানে প্রথমবার ঢুকে পড়েছিল, আর তাদের সম্মুখে যা পড়ে তাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। (এরপরও) হয়তো তোমাদের প্রতিপালক তোমাদের প্রতি দয়া করবেন, কিন্তু ...

বুদ্ধিমানদের জন্য বহু নিদর্শন

ছবি
  আপনার বন্ধুরা যদি আপনাকে বুদ্ধিমান বলে খুব ভাল লাগে তখন, তাই না? আরও ভালো লাগে যখন আপনার শিক্ষকেরাও আপনার সম্পর্কে বলে-- "আরে ও তো খুবই বুদ্ধিমান ছেলে বা ও তো খুবই বুদ্ধিমতী মেয়ে।" এমনকি বাবা মা বা পরিবারের লোকজনও যদি মনে করে যে, আমাদের পরিবারে অমুক সবচেয়ে বুদ্ধিমান। তখন ব্যাপারটা আপনার মনে এক ধরনের তৃপ্তি এনে দেয়। আল্লাহ আমাদের অহংকার থেকে রক্ষা করুন। এখন, ভেবে দেখুন তো? যদি বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সির সৃষ্টিকর্তা, সাত আসমানের প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আপনাকে বুদ্ধিমান বলেন তখন অনুভূতিটা কেমন হবে? কল্পনা করা যায়? কুরআনে আল্লাহ কাদেরকে বুদ্ধিমান বলেছেন জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলেন- اِنَّ فِیۡ خَلۡقِ السَّمٰوٰتِ وَ الۡاَرۡضِ وَ اخۡتِلَافِ الَّیۡلِ وَ النَّهَارِ لَاٰیٰتٍ لِّاُولِی الۡاَلۡبَابِ - নিশ্চয়ই আসমানসমূহ ও যমীনের সৃষ্টিতে এবং রাত্র ও দিনের আবর্তনে বুদ্ধিমানদের জন্য বহু নিদর্শন আছে। الَّذِیۡنَ یَذۡکُرُوۡنَ اللّٰهَ قِیٰمًا وَّ قُعُوۡدًا وَّ عَلٰی جُنُوۡبِهِمۡ وَ یَتَفَکَّرُوۡنَ فِیۡ خَلۡقِ السَّمٰوٰتِ وَ الۡاَرۡضِ ۚ رَبَّنَا مَا خَلَقۡتَ هٰذَا بَا...

যা চিরকাল রয়ে যাবে

ছবি
  ড. আকরাম নদভীর কাছে "লা ইলাহা ইল্লাল্লাহ" এর পর সবচেয়ে প্রিয় বাক্যটি হলো ইব্রাহিম আলাইহিস সালামের এ কথাটি-- " لَاۤ اُحِبُّ الۡاٰفِلِیۡنَ লা উহিব্বুল আফিলিন। (৬:৭৬) যা অস্তমিত হয়ে যায় আমি তা ভালোবাসি না।" যা শেষ হয়ে যায় আমি তা ভালোবাসি না। যা হারিয়ে যায় আমি তা ভালোবাসি না। যে মেয়েটির রূপ লাবণ্য দেখে আপনি এখন মুগ্ধ সে একদিন বৃদ্ধ হয়ে পড়বে এবং মরে যাবে। যে ছেলেটির শক্তি এবং ব্যক্তিত্ব দেখে আপনি মগ্ন সেও একদিন হারিয়ে যাবে। যে সাম্রাজ্যের ক্ষমতা দেখে আপনি অভিভূত সে সাম্রাজ্যটিও একদিন ক্ষমতা হারিয়ে ফেলবে। যে বাড়িটির বিলাসিতা দেখে আপনি চমৎকৃত সেটিও একদিন ধুলোমনিল হয়ে ভেঙে পড়বে। এভাবে এ জগতের সবকিছু। একমাত্র যার কোনো ক্ষয় নেই, যিনি কোনোদিন শেষ হয়ে যাবেন না তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা। کُلُّ مَنۡ عَلَیۡهَا فَانٍ - পৃথিবী পৃষ্ঠে যা আছে সবই ধ্বংসশীল, وَّ یَبۡقٰی وَجۡهُ رَبِّکَ ذُو الۡجَلٰلِ وَ الۡاِکۡرَامِ - "কিন্তু চিরস্থায়ী তোমার প্রতিপালকের চেহারা—যিনি মহীয়ান, গরীয়ান।" (৫৫:২৬-২৭) আর আল্লাহ জান্নাতের নেয়ামতরাজিকে চিরস্থায়ী করে বানিয়েছেন। হ্যাঁ, ...