জান্নাতে স্বামী-স্ত্রীর সম্পর্কটা কেমন হবে?
জান্নাতে স্বামী-স্ত্রীর সম্পর্কটা কেমন হবে? ---------------------------- সূরা কাহাফের তৃতীয় আয়াতে আল্লাহ বলেন-- مَّاکِثِیۡنَ فِیۡهِ اَبَدًا -- এখানে 'মা-কিসিনা' দ্বারা বুঝানো হচ্ছে সেখানে (জান্নাতে) তারা সবসময় নতুন কিছু পাওয়ার প্রতীক্ষায় থাকবে। আপনি জান্নাতে সারাক্ষণ আরো নতুন নতুন জিনিস পাওয়ার আশায় থাকবেন। আর এটা অনন্তকাল ধরে ঘটতে থাকবে। ব্যাপারটা আসলে সুখের মনস্তত্ত্বের (psychology of happiness) গহীনে লুকায়িত একটি ব্যাপার। পুরস্কারের মনস্তত্বের সাথে জড়িত একটি ব্যাপার। কোনো পুরস্কারের আসল আনন্দ পাওয়া যায় আসলে পুরস্কার পাওয়ার ঠিক আগ মুহূর্তে। একজন ছাত্র সবচে সুখী থাকে তার হাতে সার্টিফিকেট তুলে দেওয়ার ঠিক আগ মুহূর্তে। বিয়ে হওয়ার ঠিক আগের দিন ছেলেটা খুব খুশি থাকে। বিশেষ করে মেয়েটি। সে অবশ্যই বিয়ের ঠিক আগের দিন সবচেয়ে সুখী থাকে। ভালো কিছু পাওয়ার প্রতীক্ষার মাঝে কি যেন এক অদ্ভুত আনন্দ লুকিয়ে আছে। বাচ্চার জন্ম হবে! অমুক তারিখে বিয়ে হবে! অমুক দিন বোনাস পাওয়া যাবে! ঈদ উপলক্ষে অনেক দিন ছুটি পাওয়া যাবে! ভ্রমণের দিন এগিয়ে আসছে! বহুদিন পর আমার প্রিয় বন্ধুর সাথে দেখা হবে! এই যে অ...