অাল্লাহ যাদেরকে ভালোবাসেন
অাল্লাহ যাদেরকে ভালোবাসেন Mohammad Solyman Kaseme আল্লাহ্ যাদের কে ভালবাসেন যারা ইহসানকারী, আর তোমরা ইহসান করো; নিশ্চই আল্লাহ্ ইহসান কারীদের কে ভালবাসেন। বাক্বারা-১৯৫। যারা তওবাকারী, নিশ্চই আল্লাহ্ তওবাকারীদের কে ভালবাসেন।বাক্বারা-২২২। যারা ধৈর্যশীল, আর আল্লাহ্ ধৈর্যশীলদের কে ভালবাসেন। আলে ইমরান-১৪৬। যারা আল্লাহর উপর ভরসাকারী। আল্লাহর প্রতি ভরসা করো;নিশ্চই আল্লাহ্ তার উপর ভরসাকারীদের কে ভালবাসেন। আলে ইমরান-১৫৯। যারা ন্যায়বিচারক, তুমি তাদের মধ্যে ন্যায় বিচার করো;নিশ্চই আল্লাহ্ ন্যায়বিচারকদের কে ভালবাসেন। মায়েদা-৪২। যারা মুত্তাকী, নিশ্চই আল্লাহ্ মুত্তাকী দের কে পছন্দ করেন। তাওবা-৪। যারা পবিত্রতা অবলম্বনকারী, আর তিনি পবিত্রতা অবলম্বনকারী দের কে ভালবাসেন। -বাক্বারা-২২২। যারা আল্লাহর পথে সংগ্রাম করে, নিশ্চই আল্লাহ্ তাদের কে ভালবাসেন, যারা আল্লাহর পথে সংগ্রাম করে সারিবদ্ধভাবে শীশাঢালা প্রাচীর এর মতো। সাফ-৪। ব্যাখ্যা- নফল ইবাদাত দ্বারা আল্লাহর নৈকট্য লাভ হয়।আবু হুরাইরা (রা) হতে বর্ণীত,,তিনি বলেন,রাসূল (সা) বলেছেন,,...