রামাদান মাসে পালনীয় গুরুত্বপূর্ণ আমলসমুহ
রামাদান মাসে পালনীয় গুরুত্বপূর্ণ আমলসমুহঃ (৩য় পর্ব): (৯) ফজরের নামাযের পর সূর্যোদয় পর্যন্ত মাসজিদে অবস্থান করাঃ ফজরের পর সূর্যোদয় পর্যন্ত মাসজিদে অবস্থান করা, এটি একটি বিরাট সাওয়াবের কাজ। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজর জামাআত আদায় করার পর সূর্য উদয় পর্যন্ত মাসজিদে অবস্থান করবে, অতঃপর দুই রাকাআত সালাত আদায় করবে, সে পরিপূর্ণ হাজ্জ ও উমারাহ করার প্রতিদান পাবে। [তিরমিযী : ৫৮৬] বিঃদ্রঃ- মেয়েরা ফজরের নামাযের পর সূর্যোদয় পর্যন্ত নামাযের স্থানেই বসে বসে জিকির আজকার করতে থাকবে, এবং সূর্যোদয়ের ১৫মিঃ পর ২ রাকাত বা (২ + ২) চারাকাত সালাত আদায় করবে। (১০) কুরআন তেলাওয়াত করা এবং এর মর্ম উপলব্ধি করাঃ রামাদান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিবরীলের সাথে কুরআন পাঠ করতেন। (সুত্রঃ বুখারীঃ ৩০৪৮). সুতরাং প্রত্যেক মু’মিনের উচিত এ মাসে বেশী বেশী কুরআন তেলাওয়াত করা, বুঝা এবং আমল করা। যে ব্যক্তি কুরআন পাঠ করে এবং সে অনুযায়ী আমল করে, তার ব্যাপারে আল্লাহ এ নিশ্চয়তা দিয়েছেন যে, সে দুনিয়ায় ভ্রষ্ট হবে না এবং আখিরাতে দুর্ভাগা - হতভাগাদের অন্তর্ভুক্ত হবে না।