প্রতিটি মানুষের জান্নাতুল ফিরদাউস অর্জন করার সুযোগ
আমরা সবাই এই ক্ষণস্থায়ী দুনিয়ার মোহে বিভোর হয়ে পড়ি। কিন্তু শুধু মৃত্যুর বাস্তবতাই আমাদের সবাইকে জাগিয়ে তোলার জন্য যথেষ্ট। আপনি সবকিছু অস্বীকার করতে পারেন কিন্তু মৃত্যুকে তো অস্বীকার করতে পারবেন না। যদি কোনো কিছুই আমাদের মন পরিবর্তন না করে, মৃত্যু তো অবশ্যই আমাদের মন পরিবর্তন করবে। যদি কোন কিছুই আমাদের চিন্তা করতে অনুপ্রাণিত না করে, মৃত্যু তো অবশ্যই আমাদের চিন্তা করতে বাধ্য করবে। এই দুনিয়াতে আমরা কেউই চিরকাল বেঁচে থাকবো না। আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার নিকট ফেরত যাবো। এই পৃথিবীতে আমাদের অবশিষ্ট সময় এবং দিনগুলো নম্বর দিয়ে নির্ধারিত। প্রতিটি দিন শুধু একবারই আসে। আজকের দিনটি আর কোনোদিন ফেরত পাবো না। প্রতিটি সকালে আমাদের চিন্তা উচিত—আজ আমি আমার পরবর্তী জীবনের জন্য কি কি পাঠাবো। আমার আসল জীবনের জন্য আজ আমি কী বিনিয়োগ করবো। আমরা সবাই জানি, আল্লাহ এই দুনিয়াতে সবাইকে সমান জীবনোপকরণ প্রদান করেননি। আমাদের প্রত্যেককে পৃথক করে সৃষ্টি করা হয়েছে। প্রত্যেককে পৃথক সুযোগ সুবিধা প্রদান করা হয়েছে। আমাদের প্রতিভা ভিন্ন, আমাদের দুর্বলতা ভিন্ন, আমাদের শক্তিমত্তা ভিন্ন, আমাদের সম্ভাবনা ভি