সূরা আদ-দোহা
সূরা আদ-দোহা শুরু হয়েছে 'আশার' বাণী দিয়ে আর তাই এটি শেষও হয়েছে 'মানুষকে আশা দাও' এই মেসেজ দিয়ে। সূরা আলাম নাশরাহ শুরু হয়েছে 'কৃতজ্ঞতা' দিয়ে। আপনি কার প্রতি কৃতজ্ঞ? আল্লাহর প্রতি। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করবেন? তাঁর ইবাদাত করার মাধ্যমে। আর তাই এটি শেষও হয়েছে আল্লাহর ইবাদাত করার নির্দেশ দিয়ে। এখন, এখান থেকে আমাদের জন্য শিক্ষাঃ আমাদের ধর্ম আমাদের কাছ থেকে মূলত দুইটি জিনিস দাবি করে। যা আমাদের অন্তরে ধারণ করা উচিত। আর তা হলোঃ ১। আল্লাহর প্রতি আমাদের আশা থাকতে হবে। ২। আল্লাহর প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকতে হবে। আশা হলো ভবিষ্যতের জন্য। আর কৃতজ্ঞতা হলো অতীতের জন্য। বুঝতে পারছেন? যখন অতীত নিয়ে ভাববেন, তখন আপনার অন্তর কৃতজ্ঞতায় পরিপূর্ণ হয়ে যাওয়া উচতি। আর যখন ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবেন, তখন অন্তর কী দিয়ে ভরপুর হয়ে যাওয়া উচিত? আশা দিয়ে। এখন, যদি এই দুইটি বীজ অন্তরে অবস্থান করে তাহলে এর থেকে দুইটি চারাগাছ উৎপন্ন হবে। কি কি সেগুলো? ১। আপনি মানুষের যত্ন নিবেন। মানুষকে আশা দিবেন। (কারণ আপনি যে একজন আশাবাদী মানুষ। আল্লাহ কুরআনের অসংখ্য আয়াতে মানুষকে অগনিত পুর...