ঘুম থেকে জেগে উঠার পর দুআ
ঘুম থেকে জেগে উঠার পর আমরা কোন দুআ পড়ি? "আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহীন নুশুর। " অর্থ: সকল প্রশংসা তাঁর জন্য যিনি আমাদের মৃত্যুর (ঘুমের পর) পর আবার জীবন দিয়েছেন। আর তাঁর দিকেই আমাদের প্রত্যাবর্তন। প্রতিদিন একটি নতুন জীবন। প্রতিবার আল্লাহ আপনাকে জেগে উঠার সুযোগ দিচ্ছেন এই জন্য যে, যেন ভুল করে থাকলে আবার নতুন করে শুরু করতে পারেন। ভালো ভালো আমল করে যেন জান্নাতের উচ্চ মাকাম লাভ করতে পারেন। ক্রমান্বয়ে জান্নাতে নিজের অবস্থান যেন উন্নত করে নিতে পারেন। আল্লাহ বলেন- وَ لِکُلٍّ دَرَجٰتٌ مِّمَّا عَمِلُوۡا - "প্রত্যেককে তার আমল অনুযায়ী দারাজাত বা লেভেল দেয়া হবে।" (৬:১৩২) অর্থাৎ আপনি যত বেশি ভালো কাজ করবেন তত উপরের জান্নাত পাবেন। প্রতিদিন ঘুরে ফিরে নেক আমল করার সুযোগগুলো বার বার আমাদের কাছে আসে। বিশেষ করে প্রতিদিনের ফরজ সুন্নত নামাজগুলো। এগুলোকে বোঝা হিসেবে দেখবেন না । সুযোগ হিসেবে দেখুন। আল্লাহ নিজেই বলেছেন- اِنۡ اَحۡسَنۡتُمۡ اَحۡسَنۡتُمۡ لِاَنۡفُسِکُمۡ - তোমরা যদি ভাল কর, তবে নিজেদের জন্যই ভাল করবে।(১৭:৭) আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা) বলেন...